গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ এর চট্টগ্রাম জোন এবং রাংগামাটি সড়ক সার্কেলের অধীন “ বান্দরবান সড়ক বিভাগ ” ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। ।বান্দরবান সড়ক উপ বিভাগ-১ , বান্দরবান সড়ক উপ- বিভাগ -২ ও ১ম সারী কারখানা উপ- বিভাগ সহ মোট ০৩টি উপ বিভাগ বিদ্যমান আছে। এই সড়ক বিভাগে মোট সড়ক ১০টি। এর মধ্যে জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ২২.৬৪কি:মি:, আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য ২৯.৯২কি:মি: ও জেলা সড়কের দৈর্ঘ্য ৪৪০কি:মি: সহ সর্বমোট দৈর্ঘ্য ৪৯৩.০০কি:মি:। এর মধ্যে ১৬ ও ২০ ই সি বি জেলা সড়কের মোট ১৯১.০০ কি:মি: সড়কের উন্নয়ন ও মেরামত কাজ সম্পন্ন করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস